রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় গোল্ডেন ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ১০ই মে সকালে বাহাদুরপুর ইউনিয়নের পন্ডিত কাজী আবুল হোসেন কলেজ প্রাঙ্গণে এই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় পন্ডিত কাজী আবুল হোসেন কলেজ ও বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। গোল্ডেন ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুমন মন্ডল, নয়ন, শিহাব, রিপন, তিথী, মারুফা ও রিশাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এই রক্তের গ্রুপ নির্ণয় কাজে অংশগ্রহণ করেন।