ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
টেকেরহাটে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে কালুখালীর কৃষি শ্রমিকের মৃত্যু
  • রাকিবুল ইসলাম
  • ২০২২-০৫-১০ ১৪:১৩:৩২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার টেকেরহাট এলাকায় ধান কাটতে গিয়ে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের সর্বকুলটিয়া গ্রামের তোবারক শেখ(২৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের তাইজেল শেখের পুত্র। 
  মৃতের চাচাতো ভাই কালাম শেখ জানান, কিছুদিন পূর্বে তোবারকসহ গ্রামের কয়েকজন টেকেরহাট এলাকায় ধান কাটতে যায়। গত ৮ই দুপুরে ধান কাটার সময় তোবারকে বিষাক্ত সাপে কামড় দেয়। পরে স্থানীয় ওঝা ঝাড়-ফুক করে বিষ নেমে গেছে বলে জানায়। কিন্তু ওই দিনই সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়। 
  স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, খবর পেয়ে তোবারকের পরিবারের সাথে টেকেরহাটে গিয়ে লাশ নিয়ে এসে দাফন করা হয়েছে। সেখানকার লোকজন যদি তাকে গ্রাম্য ওঝার কাছে না নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিত তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ