রাজবাড়ী ডিবি’র অভিযানে সদর উপজেলার বাগমারা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম মোল্লা(২৯) নামে এক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে।
গতকাল ১৭ই মে দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মোল্লা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের নজির উদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।