ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে বাংলা নববর্ষ রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী উদযাপিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-১৭ ১৪:৩৫:০০

পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশের হাই কমিশনে গত ১৫ই বাংলা নববর্ষ, রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী উদযাপন করা হয়। 
  এ উপলক্ষ্যে পুরো হাই কমিশন রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, বেলুন, ফুল ও ঐতিহ্যবাহী বাংলাদেশী লোকপণ্য দিয়ে সুসজ্জিত করা হয়। উচ্চ পদস্থ সরকারী- বেসরকারী কর্মকর্তা, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশীল সমাজ, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশী কমিউনিটির সদস্য এবং হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
  পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রুহুল আলম সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হাই কমিশনার তার স্বাগত বক্ত্যবে বলেন, পহেলা বৈশাখ বাঙালীর সম্প্রীতি ও মহামিলনের দিন। এ দিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে নব আঙ্গীকারে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর  ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন। 
  অনুষ্ঠানের অংশ হিসেবে হাই কমিশন প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথি এবং হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারী ও শিশু-কিশোদের অংশগ্রহণে প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়। 
  সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি এবং রবীন্দ্র-নজরুল সংগীত ও নাচ পরিবেশন করা হয়। 
  অনুষ্ঠান চলাকালে বাংলাদেশী চা ও মাঠা পরিবেশনের পাশাপাশি শেষ পর্বে পান্তা ভাত, হরেক পদের ভর্তা ও মাছসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। 

 

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ