ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-১৮ ১৪:৫৫:৩৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৪জন মাদক বিক্রেতা ও ওয়ারেন্টের এক আসামী গ্রেফতার হয়েছে। 
  গত ১৭ই মে রাতে দৌলতদিয়া পতিতাপল্লীসহ গোয়ালনদ ঘাট থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। 
  গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার রেজাউল শেখের ছেলে সাইদুল শেখ(৪০), পাংশা উপজেলার ভেল্লাবাড়ীয়া গ্রামের কামরুল আলীর ছেলে সুমন আলী(২০), গোয়ালন্দের বদর মৃধার পাড়ার সাহেদ আলী মৃধা, উজানচর বালিয়াডাঙ্গা গ্রামের তাইজদ্দিন শেখের ছেলে বিল্লাল শেখ এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার মামুন মোল্লার স্ত্রী শীলা বেগম(২২)। তাদের মধ্যে বিল্লাল শেখ ওয়ারেন্টের আসামী এবং অন্যদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের গতকাল ১৮ই মে আদালতে সোপর্দ করা হয়। 

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ