ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে রাজবাড়ীতে সমন্বয় কমিটির সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৫-১৮ ১৫:০২:৫৭

আগামীকাল ২০শে মে থেকে শুরু হতে যাওয়া ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে রাজবাড়ীতে গতকাল ১৮শে মে সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস ও ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির প্রমুখ বক্তব্য রাখেন। 
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সঠিক তথ্য দিয়ে ভোটার হতে হবে। একাধিক জায়গায় ভোটার হওয়া যাবে না। কেউ এটা হতে গেলে ধরা পড়লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা তথ্য সংগ্রহ করবেন তারা সতর্কতার সাথে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করবেন। অপ্রাপ্ত বয়স্করা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয় এবং প্রাপ্ত বয়স্করা যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
  জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, প্রথম ধাপে দেশের ১৪০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে রাজবাড়ী সদর উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২০শে মে থেকে বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের পর নির্ধারিত তারিখে পৌরসভা ও ইউনিয়নের নির্দিষ্ট কেন্দ্রগুলোতে আঙুলের ছাপ, ছবি নেয়াসহ নিবন্ধনের অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাগুলোর হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত হবে। তথ্য সংগ্রহের সময় ভোটার হওয়ার যোগ্য কেউ যদি বাড়ীতে উপস্থিত না থাকেন তাহলে পরিবারের সদস্যদের কাছ থেকে তার তথ্য সংগ্রহ করা হবে। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ