ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রাজবাড়ীর বানীবহ বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-১৯ ১৪:৪৯:২২

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ১৯শে মে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির জন্য সংরক্ষণ এবং পণ্যের মোড়ক সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বানীবহ বাজারের মেসার্স আকবর স্টোর নামক মুদী দোকানকে ২হাজার টাকা, জ্ঞান ফার্মেসী নামক ওষুধের দোকানকে ২হাজার টাকা ও মেসার্স হাকিম মেডিকেল হল নামক ওষুধের দোকানকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

 

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ