পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩টি ইটভাটাকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৯শে মে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা এবং মোহাঃ জাহাঙ্গীর আলম বাবুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ইটভাটা ৩টিকে উল্লেখিত জরিমানা করা হয়। এছাড়াও ইটভাটা ৩টির মধ্যে ২টির প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করাসহ ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রাণী দাস এবং সহকারী পরিচালক মাহফুজুর রহমান। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।