ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ক্লিনিক মালিক সমিতির মাথা ব্যাথা শুধু সেন্ট্রাল হাসপাতাল রাজবাড়ীকে নিয়ে!
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-১৯ ১৫:১৬:৩২

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের আশেপাশেসহ ১কিলোমিটারের মধ্যে অনুমোদন বিহীন এক ডজন বেসরকারী ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টার রমরমা ব্যবসা পরিচালনা করে আসলেও রাজবাড়ী বেসরকারী ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল মালিক সমিতির শুধু ক্ষোভ ও মাথা ব্যাথার কারণে হয়ে উঠেছে নতুন প্রতিষ্ঠিতব্য শহরের বড়পুল মোড় এলাকার রাবেয়া টাওয়ারে অবস্থিত চালুর অপেক্ষায় থাকা ‘সেন্ট্রাল হাসপাতাল রাজবাড়ী’-এর প্রতি। 
  উক্ত অনুমোদন বিহীন বেসরকারী ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর ব্যাপারে মালিক সমিতি ইতিপূর্বে কোন পদক্ষেপ না নিলেও এবার তারা হঠাৎ উঠেপড়ে লেগেছে আজ ২০শে মে উদ্বোধন হতে যাওয়া “সেন্ট্রাল হাসপাতাল রাজবাড়ী”-এর বিরুদ্ধে।
  সিটি স্ক্যান ও ডায়ালাইসিস মেশিনসহ চিকিৎসা সেবায় অত্যাধুনিক ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে চালুর প্রস্তুতি নেওয়া ‘সেন্ট্রাল হাসপাতাল রাজবাড়ী’-এর বিরুদ্ধে গতকাল ১৯শে মে স্বাস্থ্যমন্ত্রীর বরাবর লিখিত ডাকযোগে অভিযোগ করেছে রাজবাড়ী বেসরকারী ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল মালিক সমিতি। 
  এছাড়াও সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগের অনুলিপি প্রদান করেন। 
  এই সমিতির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও সাধারণ সম্পাদক নূরুল হকের স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রের বড়পুল এলাকার রাবেয়া টাওয়ার নামক ১০তলা আবাসিক ভবনে জনৈক ব্যক্তি রাজবাড়ী সেন্ট্রাল হাসপাতাল নামে একটি অননুমোদিত ও রেজিস্ট্রেশন বিহীন হাসপাতাল স্থাপন করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়াই কোন আইন-কানুন না মেনে হাসপাতাল পরিচালনা করে আসছে, যা সম্পূর্ণ বেআইনী এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। উক্ত ভবনটি সম্পূর্ণ আবাসিক ভবন। সেখানে প্রায় ৫০টির উপর পরিবার বসবাস করে। উক্ত ভবনের ১ম-৩য় তলা পর্যন্ত হাসপাতাল পরিচালনা করায় উপর তলার বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ভবনের বাসিন্দারা বিভিন্ন সময় উক্ত হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়া সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছে না। ভবনের বাসিন্দারা আমাদের নিকট অভিযোগ করে আসছে। এ কারণে উক্ত ভবনের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের আবাসিক এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে অনতিবিলম্বে হাসপাতালের কার্যক্রম বন্ধ করা অত্যন্ত জরুরী। 
  উক্ত অভিযোগের অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রাজবাড়ীর সিভিল সার্জন বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানান মালিক সমিতির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত। 
  উল্লেখ্য, রাজবাড়ী সদর হাসপাতালের সামনে, বড়পুল বাস মালিক সমিতির পাশে, পাবলিক হেলথ মোড়, বড়পুল, নতুন বাজার ও রাজবাড়ী বাজারের আশেপাশে ১২টিরও বেশী অনুমোদন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন ধরে চুটিয়ে ব্যবসা ও অপচিকিৎসা করে আসলেও সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
  রাজবাড়ী শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী সিটি স্ক্যান ও কিডনীর ডায়ালাইসিস এবং অন্যান্য চিকিৎসা করাতে ফরিদপুর, কুষ্টিয়া ও ঢাকায় চলে যায়। এ তাদের অনেক অর্থ ব্যয় হয়।     
  এ অবস্থায় রাজবাড়ী জেলাবাসীর চাহিদা পূরণে প্রথমবারের মতো সিটি স্ক্যান, ডায়ালাইসিস ইউনিটসহ চিকিৎসা সেবায় বেশকিছু নতুন সুযোগ-সুবিধা নিয়ে “সেন্ট্রাল হাসপাতাল রাজবাড়ী” প্রতিষ্ঠা করা হচ্ছে। কিন্তু এতে হাসপাতালের প্রতিষ্ঠালগ্নে মালিক সমিতির উঠেপড়ে লাগাকে কেউই ভালো চোখে দেখছেন না সচেতন মহল।
  এ বিষয়ে সেন্ট্রাল হাসপাতাল রাজবাড়ীর ব্যবস্থাপনা পরিচালক দীপক কুন্ডু বলেন, বেসরকারী হাসপাতাল পরিচালনার অনুমতি চেয়ে তারা অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছেন। এখন প্রশাসনিক প্রক্রিয়া ও তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। অনুমতি না পাওয়া পর্যন্ত তারা হাসপাতাল ও ক্লিনিক্যাল কার্যক্রম চালু করবেন না। 
  তিনি আরো বলেন, রাজবাড়ী জেলাবাসীর কাঙ্খিত সেবা দিতে তারা সবধরণের প্রস্তুতি নিচ্ছেন। হাসপাতাল চালুর পূর্বে আপাতত কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে জেলার দুঃস্থ্য ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ২০শে মে থেকে ৩০শে জুন পর্যন্ত ফ্রি-মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। 
  এছাড়াও তিনি স্থানীয় ক্লিনিক মালিক সমিতির উত্থাপিত অভিযোগসমূহ ভিত্তিহীন বলে দাবী করেন।  
  এ ব্যাপারে গতকাল ১৯শে মে সন্ধ্যার পরে জানতে চাওয়া হলে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, সেন্ট্রাল হাসপাতাল রাজবাড়ী নামক নতুন বেসরকারী কোন হাসপাতাল চালুর অনুমতি চেয়ে আবেদন করছে কি না তা তার জানা নেই।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ