রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক অনুর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০শে মে বিকালে পাংশা সরকারী জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কলিমহর ইউনিয়ন দল ১-০ গোলে পাংশা পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস বানু ও জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের পাশাপাশি টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশের তৃণমূলের ফুটবল এগিয়ে যাচ্ছে। তৃণমূল থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আসছে। যারা একদিন জাতীয় পর্যায়ে ভালো করবে। সার্বিকভাবে দেশের ফুটবল শক্তিশালী হবে।