ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
নিউইয়র্কে এবারও ৪দিনের বাংলা বইমেলার আয়োজন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-২১ ১৫:০৪:৩৫

প্রতিবছরের মত এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৪দিনব্যাপী ৩১তম বাংলা বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৮, ২৯, ৩০ এবং ৩১শে জুলাই এই বইমেলা হবে। 
  আয়োজক সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিবাসী লেখকদের প্রকাশিত সেরা বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার ২০২২। অভিবাসী লেখকদের প্রকাশিত বই  ১৫ই জুন, ২০২২ এর মধ্যে জমা দেওয়ার  জন্য মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে লেখকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুরস্কারের  আর্থিক মূল্যমান ৫০০ ইউএস ডলার। আগ্রহীরা তাঁদের বাংলা ভাষায় রচিত ও ২০২১ সালে প্রকাশিত যে কোনো একটি শিরোনামের বই পাঠাতে পারবেন। বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বিশিষ্ট লেখকদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল পুরস্কারের  জন্যে সেরা বইটি নির্বাচন করবেন।
  জানা গেছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে এবারও বিশিষ্ট লেখক, শিল্পী এবং  প্রকাশক বরাবরের মতো এবারও নিউইয়র্ক বইমেলায় অংশগ্রহণ করবেন।  বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বইমেলা হিসেবে স্বীকৃত ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’র ৩১তম আসরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক ভুঁইয়া।  
  বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ কাদরী পুরস্কার ২০২২-এ অংশগ্রহণের জন্য লেখককে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বাইরের কোনো দেশে অভিবাসী হতে হবে। লেখকেরা তাঁদের বাংলাভাষায় রচিত একটিমাত্র শিরোনামের বই জমা দিয়ে এই পুরস্কার প্রত্যাশী হতে পারবেন।  লেখককে নিজ খরচে তাঁর বইয়ের ৩ কপি ইউএসএ শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation 37-69, 74th St, 2nd Floor, Jackson Heights, NY 11372 ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ