ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে শিক্ষক সমিতির সভাপতি পদে হাবিবুর রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ
  • ফজলুল হক
  • ২০২২-০৫-২৩ ১৫:১০:৫২
কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনে গতকাল ২৩শে মে বিকালে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। 
  গতকাল ২৩শে মে বিকালে রতনদিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়স্থ নির্বাচনের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সাথে কলকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসতিয়াক আহম্মেদ, কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ও শিকজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। 
  নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২৭শে মে পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া যাবে এবং ১৭ই জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৬ জন।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ