ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে ইউএনও’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন পালন
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৫-২৩ ১৫:৪৭:৫৪
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে গতকাল ২৩শে মে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। 
  গতকাল ২৩শে মে বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর স্বেচ্ছাবেক লীগের সভাপতি আল আমিন, পৌর যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খানকে সৎ, যোগ্য ও ভালো মনের মানুষ হিসেবে উল্লেখ করে তার বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানান। শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ