রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২৪শে মে সকালে তার পাংশা পৌর শহরস্থ বাসভবনে নিজের আনুতোষিক তহবিল থেকে ১৪১ জন দুস্থ-অসহায় মানুষের মধ্যে মাঝে ৩ লাখ ৩৮ হাজার টাকার নগদ আর্থিক প্রদান করেন।
এ সময় তার সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আর্থিক সাহায্য প্রদানকৃত ১৪১ জনের মধ্যে ১৩৪ জনকে ২ হাজার টাকা করে এবং ৭জনকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।