ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশায় ১৪১ দুুঃস্থকে আর্থিক সাহায্য দিলেন সংসদ সদস্য
  • শামীম হোসেন
  • ২০২২-০৫-২৪ ১৬:১৯:৩২

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ২৪শে মে সকালে তার পাংশা পৌর শহরস্থ বাসভবনে নিজের আনুতোষিক তহবিল থেকে ১৪১ জন দুস্থ-অসহায় মানুষের মধ্যে মাঝে ৩ লাখ ৩৮ হাজার টাকার নগদ আর্থিক প্রদান করেন। 
  এ সময় তার সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, আর্থিক সাহায্য প্রদানকৃত ১৪১ জনের মধ্যে ১৩৪ জনকে ২ হাজার টাকা করে এবং ৭জনকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ