ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাংশার মৌরাট ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-২৬ ১৫:০৬:০০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। 
  গতকাল ২৬শে মে দুপুরে মৌরাট  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করা হয়।
  মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য নাসির উদ্দিন, আজিম উদ্দিন শেখ, আজগর আলী মিয়া, আব্দুল কাদের মন্ডল, আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নূরহাজান বেগম, পরিবার কল্যাণ সহকারী আরিফুল ইসলাম, স্কুল শিক্ষক ফজলুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
  বাজেটে ১ কোটি ৪০ লক্ষ ৪০ হাজার ৯৬ টাকা আয়, ১ কোটি ৩৯ লক্ষ ৯০ হাজার ৯৬ টাকা ব্যয় ও ৫০ হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ