ঢাকা মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবে শোক সভা ও প্রার্থনা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৫-২৮ ১৪:৪৩:২৮

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রঘুনন্দন সিকদারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শোক সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ২৮শে মে বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এই শোক সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় সভার শুরুতে প্রয়াত রঘুনন্দন সিকদারের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম-সম্পাদক তনু সিকদার সবুজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু, গোলাম মোস্তফা, সদস্য অনিক সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে প্রয়াত রঘুনন্দন সিকদারের জন্য প্রার্থনা করা হয়।

কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ