ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে পাকা রাস্তার কার্পেটিং!
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৫-২৯ ১৪:৩৩:০৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিংয়ের কাজ করা হয়েছে।
  গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে থেকে উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মহাসড়কের পাশ দিয়ে ছোট গাড়ী চলার জন্য এই বাইপাস সড়কটি করা হয়েছে। ইতিমধ্যে সড়কটির কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হলেও তা সড়কের মাঝে পল্লী বিদ্যুতের ৫টি খুঁটি রেখেই করা হয়েছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বিরাজ করছে।
  এ ব্যাপারে জানতে চাইলে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির  জেনারেল ম্যানেজার(জিএম) মফিজুর রহমান বলেন, গোয়ালন্দে রাস্তা সম্প্রসারণ করায় রাস্তার মাঝে আমাদের বিদ্যুৎ সরবরাহ লাইনের ৫টি খুঁটি রয়েছে। যেহেতু লাইনটি দিয়ে গোয়ালন্দ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, সে জন্য হুট করে লাইনটি সরানো সম্ভব হয় নাই। তাহলে গোয়ালন্দ উপজেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতো। এই লাইন সরানোর জন্য ইতিমধ্যে রাস্তার পাশে নতুন করে খুঁটি পোতা হয়েছে। আগামী ৪ঠা জুন রাজবাড়ী পাওয়ার গ্রিডের রক্ষণাবেক্ষণ কাজের জন্য জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সেই দিন লাইনটি স্থানান্তর করা হবে।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ