বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান রাজবাড়ীতে করতে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
গতকাল ৩১শে মে দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটি ১০দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলা বিএনপি কিছু কর্মসূচী গ্রহণ করে। সেমতে জেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল, মন্দিরে প্রার্থণা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে গতকাল ৩১শে মে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শহরে শোকর্যালী অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছিল।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচীর দিনে রাজবাড়ীতে স্থানীয় আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক ও সুপরিকল্পিতভাবে আমাদের কর্মসূচী বানচাল করার উদ্দেশ্যে হঠাৎ করে একটি কর্মসূচী ঘোষণা করে। এতে রাজবাড়ী শহরের গণমানুষের মধ্যে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তারা বরাবরই স্বভাব সুলভ পন্থায় আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক কর্মসূচীতে বাঁধা প্রদান করে আসছে। আমাদের এ কর্মসূচী ছিল শান্তিপূর্ণ ও শোক পালনের অনুষ্ঠান। আমাদের প্রিয় নেতা, এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে এক শান্তিপূর্ণ কর্মসূচী। এ জাতীয় শান্তিপূর্ণ কর্মসূচীতে ইচ্ছাকৃতভাবে বানচালের জন্য স্থানীয় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচী অনভিপ্রেত।
তিনি বলেন, আপনাদের জানা আছে যে দেশে একটি ভয়ংকর ফ্যাসিবাদ সরকার বিদ্যমান। এদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্খার মূর্ত প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে বন্দী করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় পরিকল্পিতভাবে সাজা দিয়ে নির্বাসনে পাঠানো হয়েছে। সারাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে গ্রেফতার, হয়রানাী ও নির্যাতন করা হচ্ছে। দেশের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারের ভিত্তিকে পাকাপোক্ত করা হয়েছে। এমতাবস্থায় আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পূনরুদ্ধারের সংগ্রাম করছি। সারাদেশের মানুষ আজ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ নির্বাসিত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে রাজপথে সংগ্রাম করছে। আমাদের দেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সকল মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এই সরকারের প্রতি চরম ক্ষুব্ধ হয়ে ধাপে ধাপে রাজপথে প্রতিবাদ জানাচ্ছে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরো বলেন, প্রতিটি ক্ষেত্রেই আওয়ামীলীগ যখন দেশ পরিচালনায় ব্যর্থ, মানুষ যখন আওয়ামীলীগের কর্মকান্ডে ভীষণ ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে পড়ছে ঠিক তখন আওয়ামী লীগ ভীত সন্ত্রস্ত্র হয়ে দমন পীড়নের পথ বেছে নিয়েছে। কিন্তু এসব করে আওয়ামীলীগের শেষ রক্ষা হবে না। আমরা আপনাদের(সাংবাদিকদের) মাধ্যমে জানাতে চাই যে, রাজবাড়ী জেলা বিএনপি এ এলাকার গণতন্ত্রমনা মানুষের প্রাণের সংগঠন। আমরা সকল কর্মসূচী পালনে আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন। আমরা দায়িত্ব নিয়েই আমাদের সকল কর্মসূচী পালন করি। আমাদের নেতাকর্মীরাও যথেষ্ট দায়িত্বশীল আচরণ পালন করেন।
আমরা মনে করি আমাদের নির্ধারিত কর্মসূচী পালনে দিনের স্থানীয় আওয়ামী লীগের এ জাতীয় কর্মসূচীর ঘোষণা উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনার মাধ্যমে আওয়ামীলীগের চিরাচরিত স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজবাড়ীবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান আসুন শাসকদলের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে আমরা দূর্বার প্রতিরোধ গড়ে তুলি। বিএনপি কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী সফলভাবে পালন করি।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমরা স্থানীয় আওয়ামীলীগকে সর্তক করতে চাই যে আমাদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বাঁধা প্রদান এখানকার রাজনৈতিক সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তুলেছে। যার দায়ভার আওয়ামী লীগকেই বহন করতে হবে। ভবিষ্যতে আমাদের যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচীতে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের বন্ধুদের গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, সাবেক সহ-সভাপতি এডঃ আসাদুজ্জামান লাল, এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আফছার আলী সরদার ও গাজী আহসান হাবীব বক্তব্য রাখেন।