রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চাঁদপুর রেলক্রসিং এলাকায় গতকাল ১লা জুন সকাল ৯টার দিকে ইজিবাইক, ট্রাক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ৬জন মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চাঁদপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৬জনের মধ্যে ১ জন অটোরিক্সার চালক ও ৫জন অটোরিক্সার যাত্রী।
নিহতরা হলেন-অটোরিক্সার চালক পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ বনগ্রামের বছির উদ্দিন মিয়ার ছেলে নাসির উদ্দিন মিয়া(৩৫), একই ইউনিয়নের পুঁইজোর গ্রামের মোতালেব শেখের স্ত্রী মছিরন বেগম(৬৫), কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের নগর বাথান গ্রামের মুকুলের দুই ছেলে নয়ন(৬) ও ইউসুফ(৮), বোয়ালিয়া ইউনিয়নের বাস্তখোলা গ্রামের হেলাল বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগম(৪০) ও তার মেয়ে শিলা(১৮)। এছাড়াও দুর্ঘটনায় ২জন গুরুতর আহত হয়েছে। তারা হলো- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের মোতালেব শেখের ছেলে আহম্মদ শেখ এবং কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের নগর বাথান গ্রামের মুকুলের স্ত্রী মর্জিনা বেগম (নিহত নয়ন ও ইউসুফের মা)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়াগামী ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৫-১৭৭৬) কালুখালীর চাঁদপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সার পিছনে থাকা প্রাইভেট কারের (ঢাকা-মেট্রো-গ-২৯-৮১৩৯) সাথেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট চালকসহ ৩জন নিহত হয়। অন্যদের আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও ৩জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অটোরিক্সা চালক বাদে অন্য ৫ জন ঘনিষ্ঠ স্বজন।
প্রাইভেট কার চালক রবিউল ইসলাম বলেন, তারা কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড পার হয়ে তারা অটোরিক্সাটির পিছনে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ ট্রাকের নীচে ঢুকে যায়।
নিহত শিলার ভাই আশরাফুল বিশ্বাস জানান, ইসলাম শেখ নামে তার এক চাচাতো ভাই জেলা কারাগারে রয়েছে। আদালতে তার জামিন শুনানী ছিল। এ জন্য তার চাচী (ইসলাম শেখের মা) মছিরন বেগম অন্যদের নিয়ে অটোরিক্সাযোগে রাজবাড়ী যাচ্ছিলেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেই। ঘটনাস্থল থেকে ৩জনের মরদেহ উদ্ধার করি। আহত অন্যদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩জন মারা যান।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।