রাজবাড়ী ডিবি’র অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে।
গত ১লা জুন রাত ৮টার দিকে এসআই মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি’র একটি দল দৌলতদিয়ার ৪নং ফেরী ঘাটের পাকা রাস্তার উপরে একটি নেভি ব্লু রঙের ইয়ামাহা এফজেডএস মোটর সাইকেল থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করে।
এ সময় ফেন্সিডিল পাচারকারী নাজমুল হোসেন(৩৩) পালিয়ে যায়। সে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। এ ঘটনায় পলাতক নাজমুলকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।