ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
এমপি কাজী কেরামত আলী পুনরায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী পরিষদের সদস্য মনোনীত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-০৪ ১৮:৪১:৪০

বাংলাদেশ শিল্পকলা একাডেমী পরিষদ পুনর্গঠন করেছে সরকার। এতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীকে পুনরায় পরিষদের সদস্য করা হয়েছে।
  এ সংক্রান্তে রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব মোঃ সগীর হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপন {স্মারক নং-৪৩.০০.০০০০.১১৬.০৬.০০৭.৯৪ (অংশ-১) ১৯০, তারিখ-২৩/০৫/২০২২ ইং}জারী করা হয়েছে।
  ২৯ সদস্য বিশিষ্ট পরিষদে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীকে সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে সহ-সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালককে সদস্য সচিব এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের(৩০৪) সূবর্ণা মোস্তফা, অর্থ বিভাগের যুগ্ম-সচিব পদমর্যাদার ১জন প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার ১জন প্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদমর্যাদার ১ জন প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমীর মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন, আগারগাঁও সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিশাখা-৭ এর যুগ্ম-সচিব/উপ-সচিব, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, ঢাকা নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মিনু হক, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, ঢাকা বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল বায়েজীদ, চট্টগ্রাম বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার, রাজশাহী বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক, খুলনা বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরকারী ব্রজলাল কলেজের অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান, বরিশাল বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সিলেট বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকরামুল ইসলাম, রংপুর বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ ও ময়মনসিংহ বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারওয়ার জাহানকে সদস্য করা হয়েছে। মনোনীত সদস্যরা ৩বছরের জন্য সদস্য পদে বহাল থাকবেন।                                                                  

‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
নরসিংদীতে ২ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ সংবাদ