ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় রাজবাড়ীতে কর্মশালা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-০৫ ১৭:২৭:৫১
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে গতকাল ৫ই জুন রাজবাড়ীতে প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রাজবাড়ীতে গতকাল ৫ই জুন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
  জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
  সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে কর্মশালায় অন্যানের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী ও এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। 
  সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক আশরাফুল আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) সাইফুল হুদা। বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ১০০ জন কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে ১০টি গ্রুপে বিভক্ত হয়ে আলোচনা ও সুপারিশ করেন।  
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ (পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ)-এর সুফল আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। এই উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা নিয়েছেন সেই উন্নয়নের রোডম্যাপে যেতে এই ১০টি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগগুলো যখন বাস্তবায়ন করতে পারবো তখন আমরা একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারবো। প্রধানমন্ত্রীর এই উদ্যোগগুলোর প্রত্যেকটিই আমাদের আর্থ-সামাজিক অবস্থার সাথে জড়িত। আমরা সবাই যে যার অবস্থান থেকে উদ্যোগগুলো বাস্তবায়নে সচেষ্ট থাকবো।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ