ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
কালুখালীর দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ পাচারকারী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-০৭ ১৫:৩০:০৩
কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে গতকাল ৭ই জুন দুপুরে ৩৬ বোতল ফেনসিডিলসহ পাচারকারী মেহেদী হাসান রাকিবকে রাজবাড়ীর ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ মেহেদী হাসান রাকিব(১৯) নামে এক মাদক পাচারকারীকে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।
  গতকাল ৭ই জুন দুপুরে এসআই মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 
  গ্রেফতারকৃত মেহেদী হাসান রাকিব রাজশাহী জেলার কাটাখালী থানাধীন সামপুর পশ্চিম পাড়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়॥নেই ভোগান্তি
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
সর্বশেষ সংবাদ