ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে গাঁজা সেবনকারী ও পলাতক আসামীসহ গ্রেপ্তার-৪
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৬-১০ ১৪:৩১:৩১
গোয়ালন্দে গাঁজা সেবনকালে ২জন মাদকসেবী ও মামলার ওয়ারেন্টের পলাতক ২জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে গাঁজা সেবনকালে ২জন মাদকসেবী এবং মামলার ওয়ারেন্টের পলাতক ২জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।
  গত ৯ই জুন দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালী গ্রামের মৃত আবুল কালাম মিয়ার ছেলে ফারুক মিয়া(৫২), একই গ্রামের সাম মন্ডলের ছেলে মুন্নু মন্ডল(৩২), দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার আক্কাছ আলী মৃধার ছেলে মিজানুর রহমান মৃধা(২৩) ও শাহাজদ্দিন বেপারীর পাড়ার মৃত খোরশেদ মন্ডলের ছেলে নিজাম মন্ডল। তাদের মধ্যে ফারুক মিয়া ও মুন্নু মন্ডলকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকাচরন্দ গ্রামের মেছের আলী খানের ‘স’ মিলের সামনে গাঁজা সেবনরত অবস্থায় এবং মিজানুর রহমান মৃধা ও নিজাম মন্ডলকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের গতকাল ১০ই জুন আদালতে সোপর্দ করা হয়। 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ