ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
‘মাই কোর্ট অ্যাপ’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিলেন জেলা জজসহ রাজবাড়ীর চার প্রতিনিধি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১১ ১৭:৫৬:৫৯

ইউএনডিপি’র সহযোগিতায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গতকাল ১১ই জুন সকালে রাজধানী ঢাকার গুলশানের ওয়েস্টিন হোটেলে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক অধস্তন আদালতের জন্য প্রস্তুতকৃত অনলাইন কজলিস্ট, জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড ও মাই কোর্ট অ্যাপ-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আইন সচিব গোলাম সারোয়ার ও ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মসূচীর মুখ্য কারিগরী বিশেষজ্ঞ আনির চৌধুরী। অংশগ্রহণকারীদের পক্ষে ব্রাক্ষ্মনবাড়ীয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজবাড়ী জেলার প্রতিনিধি হিসেবে জেলা ও দায়রা জজ রুহুল আমিন, বালিয়াকান্দি সহকারী জজ মোঃ সুমন আলী, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ এটিএম মোস্তফা মিঠু এবং সম্পাদক এডঃ বিজন কুমার বোস অংশগ্রহণ করেন। এতে রাজবাড়ী ছাড়াও কুষ্টিয়া, ব্রাহ্মনবাড়িয়া, নাটোর, রংপুর, বরিশাল, হবিগঞ্জ ও শেরপুর জেলা অংশ নেয়    -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ