ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৬-১২ ১৫:১৫:৩৭
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল ১২ই জুন দুপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
   জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ১২ই জুন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত, ঢাকা আহ্ছানিয়া মিশনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর কবীর উদ্দিন, কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, রাজবাড়ী পৌরসভার নিকাহ রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, হিন্দু বিবাহ রেজিস্ট্রার এডঃ নিরঞ্জন কুমার বাড়ৈ, সাংবাদিক শেখ মামুন, রবিউল খন্দকার মজনু প্রমুখ বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আজমীর হোসেন। 
  এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনিম আওন, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী জজ কোর্টের পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বাল্য বিবাহ বন্ধের জন্য আইন প্রণয়ন ও ব্যবস্থা গ্রহণ করা হলেও তা থামানো যাচ্ছে না। এ জন্য বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় নেতাদের জোরালো ভূমিকা রাখতে হবে। জুম্মার নামাজের খুৎবার সময় ইমাম সাহেবরা বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখলে তা অনেক কাজে আসবে। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি’র মাধ্যমে এটা করানোর চেষ্টা করবো। শিক্ষকদের, বিশেষ করে হাই স্কুলের শিক্ষকদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ছাত্রীদের বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখতে হবে। সবচেয়ে বেশী ভূমিকা রাখতে হবে জনপ্রতিনিধিদের। কারণ তারাই সবার আগে বাল্য বিবাহের তথ্য পেয়ে থাকেন। সবার প্রতি অনুরোধ থাকবে বাল্য বিবাহের তথ্য পেলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারদেরকে জানাবেন। সম্মিলিতভাবে কাজ করলে বাল্য বিবাহ অনেকটাই কমিয়ে আনতে পারবো। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ