আযহা শব্দের অর্থ ‘জবেহ’ করা। ইহাকে কোরবানী নামে আখ্যায়িত করা হইয়াছে। কোরবানী উর্দু শব্দ। ইহার অর্থ আত্ম উৎসর্গ করা। হয়রত ইব্রাহীম (আঃ) এক রাতে স্বপ্নে দেখেন, আল্লাহ্ রাব্বুল আলামিন বলিতেছেন যে, হে ইব্রাহীম তুমি আমার নামে কুরবানী করো (আল কোরআন)। তখন হযরত ইব্রাহীম (আঃ) একটা উট কোরবানী করিলেন। পরদিন রাতে আবার স্বপ্ন দেখেন, হে ইব্রাহীম তুমি আমার নামে কোরবানী করো। পরদিন আরও ১০টি উট কোরবানী করিলেন। ৩য় রাতে আবার ঐরূপ স্বপ্নে দেখিলেন। তখন ইব্রাহীম (আঃ) ১০০টি উট কোরবানী করিলেন। ৪র্থ রাতে আবার স্বপ্নে দেখেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কোরবানী করো। হযরত ইব্রাহীম (আঃ) চিন্তা করলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু একমাত্র পুত্র ইসমাইল (আঃ) ছাড়া আর কেহ নাই। তখন তিনি বিবি হাজেরার নিকট গিয়ে বলিলেন, ইসমাইল (আঃ)কে একটু সাজাইয়া দাও, আমি ওকে নিয়ে বেড়াইতে যাইব। পথিমধ্যে শয়তান ধোঁকা দিতে লাগিল এবং ইসমাইল (আঃ)কে বলিল, তোমার আব্বা তোমাকে কোরবানী দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইব্রাহীম (আঃ) বললেন, তুমি শয়তানের কথায় কান দিও না। মিনায় উপস্থিত হইয়া হযরত ইব্রাহীম (আঃ) বললেন, হে পুত্র ইসমাইল (আঃ) নিশ্চয়ই স্বপ্নে দেখিয়াছি যে, আমি খোদা-তা’লার আদেশে তোমাকে কোরবানী করিতেছি। ইহাতে তোমার মতামত কি বলো ? তখন হযরত ইসমাইল (আঃ) নির্ভীক চিত্তে উত্তর দিলেন, হে পিতা, আপনি খোদা-তা’লার নির্দেশ অনুযায়ী আমাকে জবেহ করুন। আমি সরল অন্তঃকরণে সম্মত আছি। নিশ্চয়ই আমাকে ধৈর্যশীল দেখিতে পাইবেন (আল কোরআন)। হযরত ইব্রাহীম (আঃ) পুত্র ইসমাইলকে ছুরি হাতে লইয়া জবেহ করিতে উদ্যত হইলেন। ছুরিতে আর কাটে না। তখন ইসমাইল (আঃ) এর চক্ষু ও নিজের চক্ষু বন্ধ করিয়া লইলেন। যাহাতে কোন প্রকার মায়া-মমতা না আসে। ছুরিকে বললেন, ছুরি তুমি কাটছো না কেন ? ছুরি উত্তর করিল, হে ইব্রাহীম তুমি একবার বলছো কাটার জন্য আর খোদা-তা’লা শতবার বলছেন, হে ছুরি খবরদার ইসমাইলের একটা পশমও যেন না কাটে। এইবার হযরত ইব্রাহীম (আঃ) আল্লাহ্র নামে সজোরে ছুরি চালাইলেন। ছুরিতে কাটিয়া গেল। চক্ষু খুলিয়া ইেখলেন ইসমাইল পাশে পড়িয়া আছে। তার পরিবর্তে একটা দুম্বা কোরবানী হইয়াছে। হযরত ইব্রাহীম(আঃ) আল্লাহ্র শুকরিয়া আদায় করিলেন। হয়রত ইব্রাহীম (আঃ) এর এই আদর্শ পালনের জন্য পবিত্র কোরআনের সূরা কাওছারে আল্লাহ্ রাব্বুল আলমিন ঘোষণা করেন, হে মুহাম্মদ নিশ্চয়ই আমি তোমাকে হাউজে কাওছার দান করিয়াছি। ইহার শুকরিয়া আদায় করার জন্য তুমি নামাজ (ঈদের) আদায় করো এবং নহর করো (অর্থাৎ কোরবানী করো)। ইহার দ্বারা ঈদুল আযহার নামাজ ও কোরবানী বোঝানো হইয়াছে-সূরা আল কাওছার। হাদিস ঃ আল্লাহ্র রাসূল বলেছেন যে, প্রত্যেক মুসলমান মালেকে নেছাব নর-নারীর উপর কোরবানী করা ওয়াজিব। মালেকনেছাব বলা হয় বাসস্থান ও প্রয়োজনীয় আসবাব পত্র আবং ঋণ পরিশোধ করিয়া যাহার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপা জমা বা ঐ মূল্যের কোন সম্পদ ১০ই জিলহজ্ব তারিখে সূর্যোদয়ের পর হইতে ১২ই জিলহজ্ব তারিখ পর্যন্ত ধনী লোকের উপর নির্দিষ্ট বয়স্ক পশু দ্বারা কোরবানী করা ওয়াজিব। কোরবানী পশুর বয়স ভেড়া/বকরী/দুম্বা এক বৎসর, গরু/মহিষ ২ বৎসর এবং উট ৫ বৎসর হওয়া আবশ্যক। ইহার ব্যতিক্রম হইলে কোরবানী দূরস্ত হইবে না। কোরবানীর গোশত তিন ভাগের এক ভাগ দান করিয়া দেওয়া মুস্তাহাব। হাদিস ঃ আল্লাহ্র রাসূল (সাঃ) বলেন, কোরবানী পশুর গায়ে যত লোম থাকে উহার সমপরিমান সাওয়াব কোরবানী দাতার আমলনামায় লেখা হয় এবং সে কাল-কেয়ামতে কোরবানী পশুর পিঠে চড়িয়া পুলসিরাত অতিদ্রুত গতিতে পার হইতে পারিবে।
(লেখক পরিচিতি ঃ পেশ ইমাম, মসজিদে খাজা বাবা ফরিদপুরী কমপ্লেক্স, সুলতানপুর, রাজবাড়ী)