ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে ১০জন কৃষকের মধ্যে ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্র বিতরণ
  • শেখ মামুন
  • ২০২২-০৬-১৩ ১৫:০২:৪৮
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৩ই জুন বিকালে সদর উপজেলার ১০জন কৃষকের মধ্যে ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্র পাওয়ার টিলার বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার ১০ জন কৃষকের মধ্যে সরকারী ৫০% ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্র (সিডার মেশিনযুক্ত পাওয়ার টিলার) বিতরণ করা হয়েছে।
  রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৩ই জুন বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এই কৃষি যন্ত্রগুলো বিতরণ করা হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন সেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কোন বিকল্প নাই। এ জন্য সরকারী ভর্তুকি মূল্যে প্রান্তিক কৃষকদের উন্নতমানের কৃষি যন্ত্র প্রদান করছে। তিনি যথাযথভাবে কৃষি যন্ত্রগুলো ব্যবহারের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।    
  সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার আওতায় সরকারী ৫০% ভর্তুকি মূল্যে উপজেলার ১০ জন কৃষকের মধ্যে কৃষি যন্ত্রগুলো বিতরণ করা হলো। পর্যায়ক্রমে উপজেলার আরও কৃষক এই প্রকল্পের আওতায় কৃষি যন্ত্র পাবেন।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ