ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দের নতুন ইউএনও জাকির হোসেনের যোগদান
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৬-১৩ ১৫:০৪:১৭
গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন গত ১২ই জুন বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 
  ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ জাকির হোসেনের বাড়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। রাজবাড়ীতে যোগদানের পূর্বে তিনি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি ঢাকার তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার(ভূমি), মানিকগঞ্জের শিবালয় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি’র দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি রাষ্ট্রপতির কাছ থেকে দেশ সেরা স্কাউট পদক লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী সিভিল অ্যাভিয়েশনের সহকারী পরিচালক(এয়ার ট্রাফিক কন্ট্রোল) পদে কর্মরত। 
  দায়িত্ব গ্রহণের পর এই প্রতিবেদকের সাথে আলাপকালে মোঃ জাকির হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। এর পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ