রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার এসআই মিজানুর রহমান মে/২০২২ মাসের রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
গতকাল ১৪ই জুন দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় মে/২০২২ মাসের রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তাকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এসআই মোঃ মিজানুর রহমানের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এসআই মিজানুর রহমান এর আগেও পুলিশ বাহিনীতে তার দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন।