ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বালিয়াকান্দিতে বিক্ষোভ সমাবেশ
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৬-১৪ ২৩:১১:৪৯
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গতকাল ১৪ই জুন সকালে স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে গতকাল ১৪ই জুন সকালে এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা মিছিল করতে করতে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমবেত হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলমসহ স্থানীয় আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার এবং ভারত সরকার কর্তৃক প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মসূচী চলাকালে বালিয়াকান্দি থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ