ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন॥ডিসির কাছে স্মারকলিপি প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১৪ ২৩:১৫:৫৪
নামের পূর্বে ডাক্তার লেখা, উচ্চ শিক্ষার সুযোগ ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন জাতীয় সংসদে পাশ করার দাবীতে গতকাল ১৪ই জুন রাজবাড়ীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা -মাতৃকণ্ঠ।

নামের পূর্বে ডাক্তার লেখা, উচ্চ শিক্ষার সুযোগ ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন জাতীয় সংসদে পাশ করার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন পালন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা। 
  গতকাল ১৪ই জুন সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন পালনকালে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ তোসলিম উদ্দিন আহম্মেদ, উপাধ্যক্ষ ডাঃ রামমোহন সরকার, সহকারী অধ্যাপক ডাঃ বকুল হোসেন, প্রভাষক ডাঃ আব্দুল হাই সিদ্দিক, ডাঃ স্বপন কুমার মন্ডল, ডাঃ শাহাদাত হোসেন, ডাঃ আকরাম চৌধুরী, শহিদুল ইসলাম ও মোহাম্মদ আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ নামের পূর্বে ডাক্তার লেখা, উচ্চ শিক্ষার সুযোগ ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন জাতীয় সংসদে পাশ করার দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ