ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে রেলের অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১৫ ১৪:২৮:৫৫

রেলওয়েতে আউটসোর্সিং পদ্ধতিতে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ বাতিলের দাবীতে গতকাল ১৫ই জুন সকালে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা। 
  রাজবাড়ী রেলওয়ে স্টেশন চত্ত্বরে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় রেলওয়ে শ্রমিক জোটের জেলা শাখার সভাপতি পরিমল অধিকারী, সহ-সভাপতি আব্দুল বাতেন, অস্থায়ী কর্মচারী কমিটির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সনাতন কুমার, রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, অস্থায়ী কর্মচারী মাসুম খান, রাজীব, অনুপ শিকদার, রাবেয়া বেগম, সজীব চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ রেলওয়েতে অস্থায়ী পদে কর্মরত দক্ষ কর্মচারীদের বাদ দিয়ে আউটসোর্সিং পদ্ধতিতে ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের আদেশ বাতিলের এবং সকল অস্থায়ী কর্মচারীর চাকরী স্থায়ী করার দাবী জানান। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ