ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৬-১৫ ১৪:২৯:২৯
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে গতকাল ১৫ই জুন দুপুরে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১৫ই জুন দুপুরে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, সহ-সভাপাতি ও জামালপুর ইউপির চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
  সভায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা থেকে অংশগ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ