ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৬-১৫ ১৪:২৯:২৯
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে গতকাল ১৫ই জুন দুপুরে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১৫ই জুন দুপুরে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, সহ-সভাপাতি ও জামালপুর ইউপির চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
  সভায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা থেকে অংশগ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ