রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় গতকাল ১৫ই জুন দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসমাইল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে। এতে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। বেকারত্বসহ বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। তৃণমূল পর্যায়ের মানুষ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ হলো-ডিজিটাল বাংলাদেশ, একটি বাড়ী একটি খামার, শিক্ষা সহায়তা কর্মসূচী, কমিউনিটি ক্লিনিক, পরিবেশ সুরক্ষা, ঘরে ঘরে বিদ্যুৎ, সবার জন্য বাসস্থান, বিনিয়োগ বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও নারীর ক্ষমতায়ন।