ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে সূর্য্যনগর বাজারের তিনটি ওষুধের দোকানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১৫ ১৪:৩৪:২৪
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ১৫ই জুন রাজবাড়ী সদর উপজেলার সূর্য্যনগর বাজারের ৩টি ওষুধের দোকানকে ৭হাজার টাকা জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

॥স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর বাজারের ৩টি ওষুধের দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ১৫ই জুন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সরকারী বিধি মোতাবেক ব্যবসা পরিচালনা না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় সূর্য্যনগর বাজারের মা ফার্মেসীকে ২হাজার টাকা, সুফিয়া ফার্মেসীকে ৩হাজার টাকা এবং আরোগ্য ফার্মেসীকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
  রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং পুলিশের একটি টিমসহ সংশ্লিষ্টরা অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ