ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী পৌরসভা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-১৬ ১৫:০৫:৩৯
রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গতকাল ১৬ই জুন বিকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা শেষে পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু পুরস্কার বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল ১৬ই জুন বিকালে অনুষ্ঠিত হয়েছে।
  রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছেলেদের বঙ্গবন্ধু টুর্নামেন্টে বিনোদপুর কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে লক্ষ্মীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে এবং মেয়েদের বঙ্গমাতা টুর্নামেন্টে লক্ষ্মীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে গোদার বাজার সরকারী প্রাথমিক দলকে হারিয়ে  চ্যাম্পিয়ন হয়। 
  খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, বিশেষ অতিথি হিসেবে পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন স¤্রাট, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আবু মোঃ হাসান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর তুহিন মন্ডল, ঠিকাদার কাজী হেফাজত আলী টিটু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস ও শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার প্রমুখ বক্তব্য রাখেন। 
  পরে অতিথিরা পৌরসভা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলোর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ। এ সময় পৌরসভার সচিব তৈয়ব আলীসহ পৌরসভা এলাকার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ