যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১৭ই জুন রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রতিযোগিতার উদ্বোধন করেন। হাই স্কুল ও ক্লাব পর্যায়ের ৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে আলাদীপুর উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও বরাট উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হয়।
খেলা শেষে দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)’র সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তব্যের শেষে তারা বিজয়ী দলগুলোর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।