ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলার উল্লেখযোগ্য ৬৬টি মসজিদে ঈদের নামাজের সময় ও সংখ্যা নির্ধারণ করে দিয়েছে ইফা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-৩০ ১৪:২২:০১

ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয় কর্তৃক জেলার উল্লেখযোগ্য ৬৬টি মসজিদে ঈদের নামাজের সময় ও সংখ্যা নির্ধারণ করে দেয়া হয়েছে। গতকাল ৩০শে জুলাই ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
   এর মধ্যে রাজবাড়ী কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ৩০ মিনিটে, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া বড় মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে, রাজবাড়ী হালকায়ে কাদেরীয়া জামে মসজিদে সকাল ৮টায় ও ৮টা ৩০ মিনিটে, সদর উপজেলা জামে মসজিদে সকাল ৮টায়, পাংশা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা ও ৯টা ৩০ মিনিটে, পাংশা উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, গোয়ালন্দ উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে, গোয়ালন্দ বাসস্ট্যান্ড জামে মসজিদে সকাল ৮টা, ৮টা ৩০ মিনিটে ও ৯টায়, কালুকালী থানা মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ও ৯টা ১০ মিনিটে এবং বালিয়াকান্দি উপজেলা জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায় এই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ