রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সভা গতকাল ১৮ই জুন বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিলের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানা বাদশা, মতিয়ার রহমান মোল্লা, আবুল কাশেম প্রামানিক, রবিউল আলম সগির, নজরুল ইসলাম প্রামানিক ও ইউনুস আলী মল্লিক প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আগামী ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং ২৫শে জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এছাড়া নেতৃবৃন্দ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নেতৃত্বে এলাকায় সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।