ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে সাড়ে ২২ কেজির পাঙ্গাস॥বিক্রি ২৯ হাজারে!
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৬-১৯ ১৭:১৬:৫০
পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় গতকাল ২৯শে জুন ভোর ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা-যমুনার নদীর মোহনায় জেলে মুনতাজ বিশ্বাস জালে সাড়ে ২২ কেজি ওজনের এই পাঙ্গাস মাছ ধরা পড়ে -মাতৃকণ্ঠ।

পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। 
  গতকাল ২৯শে জুন ভোর ৬টার দিকে দৌলতদিয়ার পদ্মা-যমুনার নদীর মোহনায় মুনতাজ বিশ্বাস নামের এক জেলের জালে সাড়ে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছের আড়তে নিয়ে আসার পর উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা ১৩শত টাকা কেজি দরে ২৯ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। উৎসুক মানুষদের দেখানোসহ তাজা রাখার জন্য মাছটি দীর্ঘক্ষণ দৌলতদিয়ার ৬নং ফেরী ঘাটের পন্টুনের সাথে বেঁধে রাখা হয়। 
  গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এ জন্য প্রায়ই জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা বেড়জালে ধরা পড়ে।  

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ