ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে নৌ-পুলিশের অভিযানে পদ্মার অবৈধ বাঁশের বাঁধ অপসারণ॥জাল ধ্বংস
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৬-১৯ ১৭:১৯:৪৫
দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ ফাঁড়ির পুলিশ গত ১৮ই জুন বিকালে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে দেয়া অবৈধ বাঁশের বাঁধ অপসারণ এবং প্রায় ২হাজার মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে দেয়া অবৈধ বাঁশের বাঁধ অপসারণ এবং প্রায় ২হাজার মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ করে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নৌ-পুলিশ।
  গত ১৮ই জুন বিকালে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ ফাঁড়ির পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন এবং পাটুরিয়া নৌ-পুলিশের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক অভিযানে নেতৃত্ব দেন। 
  উল্লেখ্য, গত ১৫ই জুন দৈনিক মাতৃকণ্ঠের শেষ পাতায় ‘পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার॥নৌযান চলাচল ব্যাহত’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হলে নৌ ফাঁড়ির পুলিশ এই অভিযান পরিচালনা করে। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ