রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল ২০শে জুন সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বন্যা মোকাবেলার প্রস্তুতির বিষয়ে জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব-সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি জানান, বন্যার বিষয়ে তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। পানিবাহিত রোগের ওষুধসহ অন্যান্য ওষুধ যথেষ্ট পরিমাণে মজুত আছে। পাশাপাশি ৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বেশী পরিমাণে চালসহ শুকনা খাবার সংগ্রহে রাখার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, যাতে প্রয়োজন হলে কাজে লাগানো যায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রতি স্বেচ্ছাসেবক টিম গড়ে তোলার আহ্বান জানান।