ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
নিষিদ্ধ পলিথিনের ব্যাগ বিক্রির দায়ে পাংশায় ৩ জন দোকানীর জরিমানা
  • শামীম হোসেন
  • ২০২২-০৬-২১ ১৬:৩৩:৪১
নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে পাংশা কাঁচাবাজার এলাকার ৩জন দোকানীকে গতকাল ২১শে জুন ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে রাজবাড়ী জেলার পাংশা কাঁচাবাজার এলাকার ৩জন দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ২১শে জুন দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওই ৩ জন দোকানীকে জরিমানার পাশাপাশি দোকান ৩টি থেকে ৪৯ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। ৩টি প্রতিষ্ঠান থেকে ৪৯ কেজি পলিথিন জব্দ করা হয়। 
  ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রাণী দাস। পাংশা থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ