আজ ২২শে জুন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকার বাসিন্দা কাজী আব্দুল জাহিদ লিপনের কনিষ্ঠ পুত্র এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিনের ভাতিজা কাজী ওয়াসিফ হাসান অর্ণ’র প্রথম মৃত্যু বার্ষিকী।
গত বছরের (২০২১ সালের) ২২শে জুন দুপুরে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ফুটবল খেলা শেষে পার্শ্ববর্তী ভবাণীপুর পানি উন্নয়ন বোর্ড অফিসের পুকুরে গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অত্যন্ত মেধাবী অর্ণ ওই বছরেরই এসএসসি পরীক্ষার্থী (রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে) ছিল।
প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে আজ বুধবার নিজ বাড়ীতে কোরআন খতম, দোয়া এবং স্থানীয় ২টি মাদ্রাসা ও ২টি এতিমখানাসহ গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ এবং আগামী ২৪শে জুন শুক্রবার বাদ জুম্মা ভবাণীপুর গোরস্থান মসজিদ, বড়পুল মসজিদ ও স্টেডিয়াম জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।