পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের ফারুক ব্রিকস ও নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামের জাকির ব্রিকস নামের ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল ২২শে জুন দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা সরেজমিনে গিয়ে ইটভাটা ২টির কার্যক্রম বন্ধ করে দেন।
এ ব্যাপারে তিনি বলেন, আইন অনুযায়ী কেউ ফসলী কৃষি জমি নষ্ট করে ইটভাটা নির্মাণ করতে পারবে না। যে ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে, সেগুলোর পুরোটাই কৃষি জমির মধ্যে এবং একটি ইটভাটার পাশেই সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া ইটভাটা দু’টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ জন্য ইটভাটা দু’টির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।