রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার র্যালী, ৭০ পাউন্ডের কেককাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে ৭৩ পাউন্ডের কেককাটার পর শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সহসভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস ও শামসুল আলম মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।