ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • পাংশা প্রতিনিধি
  • ২০২২-০৬-২৩ ১৪:৫১:১০
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পাংশা শহরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র নেতৃত্ব র‌্যালী বের হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার র‌্যালী, ৭০ পাউন্ডের কেককাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 
  এ উপলক্ষে সকালে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে ৭৩ পাউন্ডের কেককাটার পর শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী অনুষ্ঠিত হয়। 
  প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন। 
  পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সহসভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস ও শামসুল আলম মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ