ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৬-২৪ ১৪:৫৮:০৫

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। 
   গত ২৩শে জুন রাতে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের জলিল শেখের ছেলে মিঠু শেখ(২৫) এবং ফরিদপুরের ধুলদী গোবিন্দপুর এলাকার ইমান আলী ফকিরের ছেলে শামীম ফকির(৩০)। তাদের মধ্যে মিঠু শেখের কাছ থেকে ২৭৫ গ্রাম গাঁজা ও শামীম ফকিরের কাছ থেকে ৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৪শে জুন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ