ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বালিয়াকান্দিতে আলোচনা অনুষ্ঠিত
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২২-০৬-২৬ ১৫:২৩:৪৩

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গতকাল ২৬শে জুন বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
  বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার ও বালিয়াকান্দি থানার এসআই পল্লব সরকার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ