ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে পাংশায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • শামীম হোসেন
  • ২০২২-০৬-২৬ ১৫:৪১:৪২
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে গতকাল ২৬শে জুন বিকালে পাংশায় র‌্যালী অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল ২৬শে জুন বিকালে প্রথমে পাংশা উপজেলা চত্ত্বর থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, অন্যান্যের মধ্যে পাংশা থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম হোসেন ও সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ